শিরোনাম

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২৪, ১১:৩১ দুপুর
আপডেট : ১০ এপ্রিল, ২০২৪, ১১:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রবীন্দ্র উপাচার্যের ঈদুল ফিতরের শুভেচ্ছা

হাবিবুর রহমান: [২] পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ ১০ এপ্রিল (বুধবার) রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছে শাহজাদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে প্রতিষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: শাহ্ আজম। 

[৩] রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের কর্মকর্তা শাহ আলী প্রেরিত এক বিবৃতিতে উপাচার্য শাহ্ আজম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।

[৪] শুভেচ্ছা বার্তায় অধ্যাপক শাহ্ আজম বলেন, ধনী-গরীব নির্বিশেষে সবাই যাতে ঈদের আনন্দ সমানভাবে উপভোগ করতে পারে, সেজন্য মানবতার মুক্তির দিশারি হিসেবে ইসলামের মর্মার্থ ও অন্তর্নিহিত তাৎপর্য দিকে দিকে ছড়িয়ে পড়ুক, ভরে উঠুক শান্তি আর সৌহার্দ্য।

[৫] রবীন্দ্র উপাচার্য শাহ্ আজম আরও বলেন, ঈদুল ফিতর মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এই উৎসব সবার মাঝে আত্মশুদ্ধি, উদারতা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে। মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযম পালনের পর অপার খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে আসে পবিত্র ঈদুল ফিতর। এ আনন্দ ছড়িয়ে পড়ে সবার মাঝে, গ্রামগঞ্জে, সারা বাংলায়, সারা বিশ্বে। এদিন সকল শ্রেণি-পেশার মানুষ এক কাতারে শামিল হন এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেন। ঈদ সবার মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য সম্প্রীতি আর ঐক্যের বন্ধন।

[৬] ঈদুল ফিতরের শিক্ষা সকলের মাঝে ছড়িয়ে পড়ুক, গড়ে উঠুক সমৃদ্ধ বাংলাদেশ এ প্রত্যাশা ব্যক্ত করেন উপাচার্য শাহ্ আজম।

প্রতিনিধি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়